• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পের জরুরি অবস্থার পর হুয়াওয়েকে গুগলের নিষেধাজ্ঞা

  আন্তর্জাতিক ডেস্ক

২০ মে ২০১৯, ১২:২৮
হুয়াওয়ে
চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের সদর দফতর। (ছবিসূত্র : দ্য লাইভ মিন্ট)

চীন ভিত্তিক স্মার্ট ফোন নির্মাণকারী ব্র্যান্ড হুয়াওয়ের সঙ্গে সব ধরণের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাষ্ট্র-ভিত্তিক অ্যান্ড্রয়েড প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এর ফলে প্রতিষ্ঠানটির নতুন পণ্যগুলোতে অ্যান্ড্রয়েডের বেশিরভাগ সুবিধাই থাকবে না বলে দাবি কর্তৃপক্ষের।

সোমবার (২০ মে) গুগল এক বিবৃতিতে জানায়, ‘বর্তমানে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক স্নায়ুযুদ্ধ চলছে; এরই মধ্যে তার প্রভাব বিশ্বব্যাপী পড়তে শুরু করেছে। এসবের প্রেক্ষিতে হুয়াওয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সকল বাণিজ্য সম্পর্ক ছিন্নের পরপরই গুগলের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হলো।’

গুগল তাদের বিবৃতিতে এও বলেছিল, ‘ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে এরই মধ্যে এমন একটি তালিকায় যুক্ত করেছে; যার ফলে লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে এমনিতেই তারা এখানকার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য করতে পারতেন না। মূলত প্রশাসনের সেই আদেশকে মেনে চলার অংশ হিসেবেই গুগলের এই পদক্ষেপ।’

বিশ্লেষকদের দাবি, গুগলের এই নিষেধাজ্ঞার পরও হুয়াওয়ে ব্যবহারকারীরা ওপেন সোর্স লাইসেন্স ব্যবহারের মাধ্যমে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলো আপডেট করতে পারবেন। একইসঙ্গে তারা গুগল প্লে পরিষেবাগুলোকেও আপডেট করার সুযোগ পাবেন।

তাছাড়া যাদের হাতে পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে তারাও সেটি আগের মতই ব্যবহার করতে পারবেন। তবে চলতি বছরের শেষ থেকে হুয়াওয়ে ব্যবহারকারীরা গুগল ম্যাপস, ইউটিউবসহ জনপ্রিয় অ্যাপসগুলোর আপডেট ভার্সনগুলোকে আর ব্যবহার করতে পারবেন না।

এ দিকে সিসিএস ইনসাইট কনসালটেন্সি বেন উড বলেছেন, ‘গুগলের এই পদক্ষেপটি হুয়াওয়ের ভোক্তা ও ব্যবসার জন্য এক বড় প্রভাব ফেলবে। যে কারণে হুয়াওয়ে এখনও ওপেন সোর্স লাইসেন্সের মাধ্যমে উপলব্ধ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণটি ব্যবহার করতে পারে।’

বেন উড এও বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের সাইবার নেটওয়ার্কে যেকোনো আক্রমণ প্রতিহতের জন্য চীনা প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যার প্রেক্ষিতে চীনা পণ্য হুয়াওয়ের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

এর আগে গত বুধবার (১৫ মে) মার্কিন ট্রাম্প প্রশাসন হুয়াওয়ের বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাজারে জরুরি অবস্থা জারি করেন। তখন প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার আদেশে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে আমরা এমন কোনো বিদেশি প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারি না। যে কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

অপর দিকে নিষিদ্ধের তালিকায় নাম ওঠার পর শনিবার (১৮ মে) প্রথম মন্তব্যে হুয়াওয়ে প্রধান নির্বাহী রেইন জাংফেফি জাপান মিডিয়াকে বলেন, ‘প্রতি বছর আমরা দেশটিতে প্রায় ৬৭ বিলিয়ন ডলারের ব্যবসা করে থাকি। তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছি।’

প্রতিষ্ঠানটির এই প্রধান নির্বাহী এও বলেছেন, ‘হুয়াওয়ে চিপসেট সমাধানের অংশ হিসেবে তার কাজের অনুরূপ ভাবে নিজের অ্যাপ গ্যালারী এবং অন্যান্য সফটওয়্যার উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, এই প্রচেষ্টাগুলো আমাদের ভাগ্য নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষার একটি অংশ।’

আরও পড়ুন :- যে পথে হাঁটছে চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক

তবে বিশ্লেষকদের মতে, বেশ কিছুদিন যাবত চীনা পণ্যের অপর মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক শুল্কারোপ করে যাচ্ছে। আর সেই ঘটনার প্রেক্ষিতে আসন্ন আইটি হুমকি মোকাবিলা করতেই প্রেসিডেন্ট ট্রাম্প এমন সিদ্ধান্ত নিলেন।

সূত্র : 'বিবিসি নিউজ'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড