• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফ্রান্সে শপিংমলে হামলাকারী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত

  অধিকার ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:১৬

ফ্রান্স
চেকার যেখানে গুলিবিদ্ধ হয়েছেন সে জায়গা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী (ছবি: বিবিসি)

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গের একটি শপিংমলে গত মঙ্গলবার বন্দুকধারীর হামলায় তিন জন হত্যার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজন ২৯ বছর বয়সী চেরিফ চেকাট পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ন্যুডর্ফ/মেইনাউ এলাকায় নিহত হয় সে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় শহরটির বিখ্যাত ক্রিস্টমাস মার্কেটে হামলার ঘটনায় তিন জন নিহত হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারী আহত হলেও পরে সে পালিয়ে যেতে সক্ষম হয়। হামলার সময় বন্দুকধারী 'আল্লাহু আকবর' ধ্বনিতে হামলা চালিয়েছিল বলে সাংবাদিকদের জানিয়েছিলেন সরকারি কৌঁসুলিরা।

বৃহস্পতিবার বন্দুকযুদ্ধের সময় চেকাট এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সে নিহত হয়।

ফ্রান্স

হামলাকারী যে রুটে অবস্থান করছিল

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি ক্যাস্টনার বলেন, তিন পুলিশ কর্মকর্তা চেকাট সন্দেহে এক ব্যক্তির পিছনে ধাওয়া করেছিলেন। তারা তাকে গ্রেপ্তার করতে চেয়েছিলেন। ওই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পাল্টা গুলিতে সে নিহত হয়।

স্ট্রাসবুর্গের মেয়র রোল্যান্ড রাইস বলেছেন, 'আমার মনে হয় এটি সবাইকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে সাহায্য করবে। এই সন্ত্রাসীর মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার মতো নাগরিকরা স্বস্তি পেলো।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড