• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২১, ১৫:০৯
ভারতের প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (ছবি : ইন্ডিয়া টুডে)

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াত ছাড়াও তার পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।

দেশটির তামিলনাড়ু রাজ্যে বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য এখনো জানা যায়নি।

এমআই সিরিজের ওই হেলিকপ্টারটি সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই নীলগিরিতে বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেইনিং ইন্সটিটিউশনের উদ্দেশে যাত্রা করেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই ঘটনার বেশ কিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উদ্ধারকাজ চলছে।

বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে মোট ৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় বিপিন রাওয়াত বেঁচে আছেন কি-না বা তার অবস্থা এখন কেমন সে বিষয়ে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন : নাইজেরিয়ায় বাসে আগুন লাগিয়ে ৩০ যাত্রীকে হত্যা

টুইট বার্তায় ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটিতে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ ছিলেন। আজ সকালেই তিনি রাজধানী নয়াদিল্লি থেকে সুলুর ঘাঁটিতে গিয়েছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড