• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন গভর্নর-পুলিশ প্রধান পেল আফগানিস্তান

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০২১, ১৬:৪৫
নতুন গভর্নর-পুলিশ প্রধান পেল আফগানিস্তান
সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছেন তালেবান নেতারা (ছবি : আফগান টাইমস)

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের কট্টর ইসলামিক সংগঠন তালেবান নেতৃত্বাধীন সরকার দেশটির গুরুত্বপূর্ণ পদে তাদের ৪৪ জন সদস্যকে নিয়োগ দিয়েছে। রবিবার (৭ নভেম্বর) দেশটির বিভিন্ন প্রদেশের গভর্নর এবং পুলিশ প্রধানদের নিয়োগ দেওয়া হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশজুড়ে যখন নিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যা গুরুতর আকার ধারণ করেছে। তখনই শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে লোকবল নিয়োগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তালেবান।

গেল ১৫ আগস্ট মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আফগান ভূখণ্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। এরপর গত সেপ্টেম্বরে নতুন মন্ত্রিসভাও ঘোষণা করা হয়। তবে এবারই প্রথমবারের মতো বড় আকারে সরকারি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ঘোষণাটি সামনে এলো।

তালেবান নেতারা এরই মধ্যে তাদের সদস্যদের নতুন নিয়োগের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, রাজধানী কাবুলের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কারি বারিয়াল। এছাড়া রাজধানীর পুলিশ প্রধান হিসেবে ওয়ালি জান হামজাকে নিয়োগ দেওয়া হয়েছে।

কাবুলের সাবেক নিরাপত্তা কমান্ডার ইন চার্জ ছিলেন মাওলাওয়ি হামদুল্লাহ মুখলিস। তিনি চলতি মাসে রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারান।

আরও পড়ুন : তীব্র তুষারপাতে বিপর্যস্ত চীনের বিভিন্ন অঞ্চল

চলতি বছরের আগস্ট মাসে তালেবান যোদ্ধারা দেশের ক্ষমতা গ্রহণের পর থেকেই যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। যদিও দেশের নিরাপত্তা নিশ্চিত ও জনগণকে নিরাপদে জীবন-যাপনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে আসছেন তালেবানের নতুন সরকার।

তবে তালেবান নেতারা রাষ্ট্র পরিচালনা শুরুর পর থেকেই সেখানে সক্রিয় হয়ে উঠেছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। দেশের নানা রকম জটিলতার মধ্যে আইএসের হামলাও বৃদ্ধি পেয়েছে। ফলে জঙ্গিদের নিয়ন্ত্রণেও তৎপর হতে হচ্ছে তালেবান বাহিনীকে।

আরও পড়ুন : আফগানিস্তানে মেয়েদের জন্য স্কুল খুলল তুরস্ক

উল্লেখ্য, সব রাজনৈতিক দল, সংখ্যালঘু লোকজন এবং নারীদের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে শুরু থেকেই তালেবানকে আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড