• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজের রেকর্ড ভেঙে ফের জয়ী মমতা

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর ২০২১, ১৫:০৭
নিজের রেকর্ড ভেঙে ফের জয়ী মমতা
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি : আনন্দবাজার পত্রিকা)

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নন্দীগ্রামে পরাজিত হয়ে দ্বিতীয়বার পরীক্ষায় বসে বিপুল ব্যবধানে জয়লাভ করে বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার ভবানীপুরে জয়লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজয়ী হন তৃণমূলের এই নেত্রী। টানা ২১ রাউন্ড ভোট গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পান ৮৪ হাজার ৭০৯ ভোট।

নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট। আর বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পান মাত্র চার হাজার ২০১ ভোট।

উল্লেখ্য, ২০১১ সালের থেকেও এবার বড় ব্যবধানে জয়লাভ করেছেন জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : মাদকসহ শাহরুখপুত্র আটক

রবিবার (৩ অক্টোবর) রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের বলেছেন, বিজেপির ঘোষণা দেওয়া উচিৎ ছিল যে, আমরা এই লড়াইয়ে আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মানুষের হৃদয়ে রয়েছেন। যত গণনা বাড়বে ফল কোথায় গিয়ে দাঁড়ায় দেখতে পারবেন।

ফিরহাদ ইঙ্গিত দিয়ে বলেন, এরপর রাজধানী নয়াদিল্লিতে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের রাজনীতিতে যেতে হবে। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে নয়, ভারতের নেতৃত্বে মমতা

তার মতে, ২০২৪ সালে মোদী সরকার দেশের ক্ষমতা থেকে সরলে আসল জয় সেদিন আসবে। জনগণ মমতাকে দেশের নেতৃত্বে দেখতে চায়।

সূত্র : এই সময়

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড