• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুবাইয়ে বিনামূল্যে করোনার টিকা : কারা পাচ্ছে না, পার্শ্বপ্রতিক্রিয়া কী?

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২০, ১২:১১
দুবাইয়ে বিনামূল্যে করোনার টিকা : কারা পাচ্ছে না, পার্শ্বপ্রতিক্রিয়া কী?
করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে (ছবি : বিবিসি নিউজ)

সংযুক্ত আরব আমিরাতে বুধবার (২৩ ডিসেম্বর) থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। যদিও এই টিকার ব্যাপারে আমিরাতের বাসিন্দা এবং বিশেষজ্ঞদের নানা ধরনের প্রশ্ন রয়েছে।

আমিরাত সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বেশকিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি ভিডিয়ো প্রকাশ করে।

সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন সম্প্রতি ফাইজার/বায়োএনটেকের যে টিকা অনুমোদন দিয়েছে, আমিরাতের জনগণকে সেই টিকা দেওয়া হবে। আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এরই মধ্যে ফাইজার/বায়োএনটেকের তৈরি টিকা অনুমোদন দিয়েছে।

কারা এই টিকা নিতে পারবে না এবং এর পার্শ্বপ্রতিক্রিয়ার কী? সে বিষয়ে খালিজ টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়-

আরও পড়ুন : কুয়েত পৌঁছেছে ভ্যাকসিনের প্রথম চালান

কারা নিতে পারবে না?

১. ১৮ বছরের কম বয়সী শিশু

২. গর্ভবতী নারী

৩. দুগ্ধদানকারী নারী

৪. গর্ভধারণের চেষ্টাকারী নারী

৫. কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি।

৬. অ্যালার্জির জন্য অন্য টিকা, খাবার, ওষুধ নিয়ে থাকলে

আরও পড়ুন : একদিনে ফের ১৩ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব

পার্শ্বপ্রতিক্রিয়া

১. অবসাদ বা ক্লান্তি

২. মাথাব্যথা

৩. জ্বর

৪. টিকা দেওয়ার জায়গায় ব্যথা হবে।

সূত্র : খালিজ টাইমস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড