• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুয়েত পৌঁছেছে ভ্যাকসিনের প্রথম চালান

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫
কুয়েত পৌঁছেছে ভ্যাকসিনের প্রথম চালান
প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান কুয়েতে (ছবি : গালফ নিউজ)

মধ্যপ্রাচ্য ইসলামিক রাষ্ট্র কুয়েতে পৌঁছেছে ফাইজারের করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান। এবার দেশটিতে এক লাখ ৫০ হাজার ডোজ পাঠানো হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বেলজিয়াম থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চালানটি কুয়েতে এসে পৌঁছায়।

প্রথম চালানটি দেশটির মিশরেফ মেলা ভূমিতে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়। শুক্রবার (২৫ ডিসেম্বর) থেকে এই টিকাদান প্রক্রিয়া কার্যক্রম শুরুর কথা রয়েছে।

স্থানীয় মিডিয়া আল রাই ও আল কাবাস পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায়, প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেওয়া হবে ভ্যাকসিন।

এবার চিকিৎসকদের প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে, পাশাপাশি ৬৫ বছরের ওপরে যাদের বয়স এবং যারা সামনের সারিতে কাজ করেন অগ্রাধিকার ভিত্তিতে তাদের দেওয়া হবে এ করোনার ভ্যাকসিন। এরপর তৃতীয় ভাগে সাধারণ জনগণকে দেওয়া হবে।

আরও পড়ুন : মার্কিন দূতাবাসে হামলা : ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

উল্লেখ্য, ভ্যাকসিনটি গ্রহণের জন্য ইতোমধ্যে অনলাইনে ৭৩ হাজার ৭০০ জন নিবন্ধন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড