• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দ্রুত ব্রিটিশদের জন্য সীমান্ত খুলেবে ফ্রান্স : জনসন

  আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর ২০২০, ১০:৪১
দ্রুত ব্রিটিশদের জন্য সীমান্ত খুলেবে ফ্রান্স : জনসন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো (ছবি : বিবিসি নিউজ)

যুক্তরাজ্যের সঙ্গে ফ্রান্সের সীমান্ত বন্ধ করে দেওয়া প্রসঙ্গে সংবাদ সম্মেলন ডেকে ব্রিটিশ জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এতে তিনি ফ্রান্সের এই সিদ্ধান্ত নিয়ে যত দ্রুত সম্ভব সীমান্ত চালু করতে বৃটেন কাজ করছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

বরিস জনসন বলেন, ফ্রান্সের এই সিদ্ধান্ত শুধুমাত্র মানুষ নিয়ন্ত্রিত মালামাল পরিবহনের ওপর প্রভাব ফেলবে। যা ইউরোপে পাঠানো মোট পণ্যের মাত্র ২০ শতাংশ।

এর আগে বৃটেনে প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন একটি ধরণ ছড়িয়ে পরায় ৪৮ ঘণ্টার জন্য দেশটির সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় ফ্রান্স। ফরাসি কর্তৃপক্ষের মতে, বৃটেনে সম্প্রতি নতুন প্রজাতির করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন ছিল।

আরও পড়ুন : ভ্যাকসিন না পাওয়ার শঙ্কায় পাকিস্তানের মতো বহু দেশ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় সরকারের দীর্ঘ পরিকল্পনা ছিল। পরিবহনে যে সংকট দেখা দিয়েছে তা সমাধানে বৃটেন আগে থেকেই প্রস্তুত ছিল। সুপার মার্কেটসহ যেসব স্থানে এই সংকটের প্রভাব দেখা দিতে পারে সেখানে পণ্যের যোগান নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : পরমাণু সমঝোতায় ফিরতে বেশি সময় নেই বাইডেনের

উল্লেখ্য, দ্রুত চলমান সংকটের সথক সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড