• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকি বন্দরে ডুবে গেল ইরানের পণ্যবাহী জাহাজ

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর ২০২০, ০৮:৪১
ইরাকি বন্দরে ডুবে গেল ইরানের পণ্যবাহী জাহাজ
ইরাকি বন্দরে ডুবন্ত ইরানের পণ্যবাহী জাহাজ (ছবি : ইরনা)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি পণ্যবাহী জাহাজ প্রতিবেশী রাষ্ট্র ইরাকের উম্মুলকাসর সমুদ্রবন্দরের কাছে পারস্য উপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে ডুবে গেছে।

তেহরানের খোররামশাহর শহরের বন্দর ও জাহাজ চলাচল বিষয়ক মহাপরিচালক নুরুল্লাহ আসাদি খবরটি জানিয়েছেন। তিনি বলেন, ইরানি পণ্যবাহী জাহাজ ‘তুরান’ গত ৩০ নভেম্বর খোররামশাহর বন্দর থেকে ইরাকের উম্মুলকাসর বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুঃখজনকভাবে জাহাজটি রবিবার (৬ ডিসেম্বর) খোর আব্দুল্লাহ এলাকায় ডুবে যায়।

আসাদি বলেছেন, সৌভাগ্যক্রমে সময়মতো ইরাকের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কারণে ডুবে যাওয়া জাহাজের সব নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

খোররামশাহরের এই কর্মকর্তার মতে, ভয়াবহ এই দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে পারস্য উপসাগরে রবিবার ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং সাগরও ভীষণ উত্তাল ছিল। কাজেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে গেছে।

আরও পড়ুন : ব্রিটিশ জলসীমায় রুশ যুদ্ধজাহাজের আনাগোনায় উদ্বিগ্ন যুক্তরাজ্য

এর আগে ইরানের অপর মালবাহী জাহাজ ‘বেহবাহান’ গত ৪ জুন খোররামশাহর থেকে উম্মুলকাসর যাওয়ার পথে খোর আব্দুল্লাহ এলাকায় ডুবে গিয়েছিল।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড