• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভয়ঙ্কর অস্ত্র হাতে সড়কে ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভ

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ নভেম্বর ২০২০, ১২:৫৩
ভয়ঙ্কর অস্ত্র হাতে সড়কে ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভ
সড়কে অস্ত্র হাতে ট্রাম্পের সমর্থকরা (ছবি : ওয়াশিংটন পোস্ট)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অ্যারিজোনা রাজ্যে জয় তুলে নিয়েছেন জো বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ার পরপরই ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ভোট গণনা কেন্দ্রের সামনে অস্ত্রসহ উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করেন।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ফনিক্সের মারিকোপা কাউন্টিতে বিক্ষোভ শুরু হলে পুলিশ এসে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ট্রাম্প সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।

নির্বাচনের পর প্রায় ৩০ ঘণ্টা পার হয়ে গেলেও এখনই পরিবর্তী প্রেসিডেন্ট ঠিক কে নির্বাচিত হচ্ছেন সেটা ঘোষণা করা সম্ভব হয়নি।

সবগুলো ভোট গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হয়তো আরও বেশ কিছুটা সময় লেগে যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

আরও পড়ুন : ভোট গণনা বন্ধ করতে আদালতে ট্রাম্প

মার্কিন মিডিয়ার দাবি, ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রার্থীদের প্রেসিডেন্ট হতে ২৭০টি ভোট প্রয়োজন।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র ভোটের লড়াই চলছে বাইডেনের। এই পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন বাইডেন। অন্যদিকে ট্রাম্পের ভোট ২১৪টি।

আরও পড়ুন : ‘ট্রাম্পের মামলা কেবলই ছেলেমানুষি’

যদিও এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জো বাইডেনই পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন সেটা অনেকটাই নিশ্চিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড