• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৯

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২০, ১৬:০৯
করোনা
ছবি : সংগৃহীত

আফগানিস্তানে দু’টি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে হেলমান্দ প্রদেশের নাওয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, এমআই-১৭ মডেলের হেলিকপ্টার দু’টি হেলমান্দের রাজধানী লস্করগাহ শহরে কমান্ডোদের পৌঁছে দেয়া এবং আহত সেনাদের ফিরিয়ে নেয়ার কাজ করছিল।

স্থানীয় প্রাদেশিক গভর্নর ওমর জোয়াক নাওয়া জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে, সূত্রের বরাতে আফগান সংবাদমাধ্যমটি জানিয়েছিল, দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত করেনি আফগান প্রশাসন।

তালেবানের আক্রমণের মুখে গত চারদিন ধরে তুমুল সংঘর্ষ চলছে লস্করগাহের বিভিন্ন এলাকায়।

সোমবার রাতে আকাশপথে সহায়তা নিয়ে শহরটিতে বিশেষ অভিযান শুরু করেছেন কমান্ডোরা। সেই অভিযান এখনও চলছে।

মঙ্গলবার সরকার পক্ষ জানিয়েছে, সংঘর্ষে এ পর্যন্ত ২৩ তালেবান যোদ্ধা নিহত ও ছয়জন আহত হয়েছেন। এছাড়া নাদ আলি জেলায় বাড়তি পাঁচটি নিরাপত্তা চৌকি তৈরি করেছে সরকারি বাহিনী।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর বাঘলান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়েছিল একটি আফগান হেলিকপ্টার। এতে প্রাণ হারিয়েছিলেন দুই পাইলট৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড