• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে ৯ আল কায়দা জঙ্গি আটক

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১২
ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)
ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) (ছবি : সংগৃহীত)

পশ্চিমবঙ্গ এবং কেরালা রাজ্যে অভিযান চালিয়ে জঙ্গি গোষ্ঠী আল কায়দার নয় সদস্যকে আটক করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ।

ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা শনিবার একটি বিবৃতিতে জানায়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং কেরালার এর্নাকুলামে বেশ কয়েকটি অভিযান চালানো হয়।

পশ্চিমবঙ্গ এবং কেরালা-সহ দেশের বেশ কয়েকটি জায়গায় আল-কায়দার আন্তঃরাজ্য সক্রিয় চক্র গড়ে উঠেছে বলে আমাদের কাছে খবর আসে। দেশের সন্ত্রাসবাদী হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় নিরীহ মানুষদের মারার পরিকল্পনা করছিল এই চক্রটি।

জানা গেছে, আটকের সময় জঙ্গিদের কাছ কাছ থেকে বিপুল পরিমাণে ডিজিটাল ডিভাইস, তথ্য, জিহাদি পত্রিকা, ধারালো অস্ত্র, বন্দুক, স্থানীয় ভাবে তৈরি একটি বুলেটপ্র‌ুফ জ্যাকেট এবং বিস্ফোরক বানানোর পদ্ধতি নিয়ে লেখা একাধিক বই পাওয়া গিয়েছে। এরা আর কার কার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনআইএ।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড