• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আকস্মিক আক্রমণে ১০ তালিবানকে হত্যা করল আফগান সেনারা

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৫
আকস্মিক আক্রমণে ১০ তালিবানকে হত্যা করল আফগান সেনারা
তালিবান যোদ্ধাদের আটক করল আফগান সেনারা (ছবি : আল-জাজিরা)

আফগানিস্তানের সরকারি সেনারা সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবান যোদ্ধাদের চালানো হামলা প্রতিহত করেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রাতভর এ হামলা হয়। পরে আফগান সেনাদের পাল্টা আক্রমণে তালিবানের অন্তত ১০ গেরিলা যোদ্ধার প্রাণহানি ঘটে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দিনের শেষ বেলায় কান্দাহারের শাহ ওয়ালি কোটে এই সংঘর্ষের ঘটনা ঘটে তবে তালিবানের হামলা নিরাপত্তা বাহিনী ব্যর্থ করে দিয়েছে। আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সংঘর্ষের সময় তারা তালিবানের চারটি মোটরসাইকেল ধ্বংস করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় তালিবান প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বন্যা কবলিত পারওয়ান প্রদেশে তালিবানের হামলায় চার বেসামরিক ব্যক্তি নিহত হয়। ওই সংঘর্ষে অন্তত এক সেনা নিহত ও দুজন আহত হয়।

আরও পড়ুন : ইসরায়েলকে ধ্বংস করতে জোট বাঁধল হামাস-হিজবুল্লাহ, চিন্তায় যুক্তরাষ্ট্র

বিশ্লেষকদের মতে, যখন আফগান সরকার ও তালিবান প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তখন এসব সংঘর্ষের ঘটনা ঘটছে। ধারণা করা হচ্ছে- হামলার মাধ্যমে তালিবান আফগান সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড