• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ইরানের ক্ষেপণাস্ত্র কিনছে ভেনেজুয়েলা

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট ২০২০, ০৯:২৩
যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ইরানের ক্ষেপণাস্ত্র কিনছে ভেনেজুয়েলা
হামলার জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র (ছবি : প্রতীকী)

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে এবার বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র কেনার ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তেহরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনা একটি ভালো আইডিয়া।

সম্প্রতি কলম্বিয়ার প্রেসিডেন্ট দাবি করেছিলেন, কলম্বিয়া সরকারের সঙ্গে যেসব আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কাজ করছে তাদের কাছে তথ্য এসেছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানের কাছ থেকে মধ্যম ও দূরপাল্লার ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র কিনতে চান।

মূলত তার সেই মন্তব্যের পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে মাদুরো তার প্রতিরক্ষামন্ত্রীকে ইঙ্গিতটি দেন। তিনি বলেন, এই আইডিয়াটা আগে কেন আমাদের মাথাতে এলো না। বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।

আরও পড়ুন : পরমাণু স্থাপনায় অগ্নিকাণ্ডকে ভয়াবহ হামলার তকমা দিল ইরান

মাদুরো বলেছিলেন, বর্তমানে ক্ষেপণাস্ত্রের দিক থেকে ইরান বিশ্বের বাঘা বাঘা দেশকে টেক্কা দিয়েছে। তাই তেহরানের সঙ্গে সম্পর্কের আলোকে স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনার সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখা দরকার। যা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়াকে টেক্কা দিতে ভীষণ কাজে লাগবে।

আরও পড়ুন : ইরাকের কাছে মার্কিন সেনদের ঘাঁটি হস্তান্তরের ভিডিও প্রকাশ

যদিও বিষয়টি নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য প্রকাশ্য করা হয়নি।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড