• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকের কাছে মার্কিন সেনাদের ঘাঁটি হস্তান্তরের ভিডিও প্রকাশ

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট ২০২০, ০৮:২৫
ইরাকের কাছে মার্কিন সেনদের ঘাঁটি হস্তান্তরের ভিডিও প্রকাশ
তাজি সামরিক ঘাঁটি ছেড়ে যাচ্ছে মার্কিন সেনারা (ছবি : আল-জাজিরা)

মধ্যপ্রাচ্যের সংঘাতে কবলিত দেশ ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় তাজি ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে ঘাঁটিটি ইরাকি নিরাপত্তা বাহিনী কাছেও হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকালে এই তাজি ঘাঁটিটিকে ইরাকি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। যদিও এর আগে বেশ কয়েকবার ঘাঁটিটিতে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে ভয়াবহ রকেট হামলা হয়েছিল।

মার্কিন সামরিক বাহিনী বিবৃতির মাধ্যমে জানায়, দীর্ঘ পরিকল্পনার আওতায় ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে এবং এটি হয়েছে ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করে। বিবৃতিতে বলা হয়, তাজি ঘাঁটিতে দুই হাজারের মতো সেনা ছিল যাদের মধ্যে অধিকাংশই চলতি গ্রীষ্মকালে ঘাঁটি ছেড়ে চলে গেছে।

আরও পড়ুন : ইসরায়েলি ভঙ্গিতে সীমান্ত পেরিয়ে দুই ইরানিকে হত্যা করেছে আমিরাত

মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘাঁটির সরঞ্জামাদি থেকে শুরু করে সবকিছু ইরাকি নিরাপত্তা বাহিনী কাছে হস্তান্তর করার পর ঘাঁটির অবশিষ্ট সেনাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যাহার করা হবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় নিজেদের শক্তিশালী করছে ইরান-সিরিয়া

ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকার সেনারা ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিত কিন্তু এখন থেকে ঘাঁটিটি সম্পূর্ণভাবে ইরাকি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড