• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ চীনা সাগরে বাড়ছে উত্তেজনা, এবার হুমকি ভারতের

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই ২০২০, ০৮:৩০
দক্ষিণ চীনা সাগরে বাড়ছে উত্তেজনা, এবার হুমকি ভারতের
দক্ষিণ চীনা সাগরে বিমানবাহী রণতরী (ছবি : এনডিটিভি)

বিতর্কিত দক্ষিণ চীনা সাগর নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) এশিয়ার পরাশক্তি চীনের নাম না করেও ভারত জানিয়েছে, দক্ষিণ চীন সাগর কারও একার সম্পত্তি নয়। সেখানে আমাদেরও অধিকার আছে।

এদিন দক্ষিণ চীন সাগর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, দক্ষিণ চীন সাগরে বৈশ্বিক কর্তৃত্ব আছে। ওই অঞ্চলে শান্তি ও সুরক্ষা বজায় থাকুক এটাই চায় ভারত।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আগ্রাসন মেনে নেবে না ভারত, সেই বার্তা কূটনীতির ভাষায় বেইজিংকে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। লাদাখে চীনা আগ্রাসন না থামলে ভারতও যে পালটা কূটনৈতিক ফ্রন্টে আগ্রাসী হয়ে উঠবে সেই বার্তাও দেওয়া হয়েছে চীন প্রশাসনকে।

এ দিকে লাদাখে সেনা প্রত্যাহার নিয়ে অনুরাগ শ্রীবাস্তব জানান, উভয় দেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা প্রত্যাহারে দুপক্ষই নিজেদের সম্মতি জানিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে চীনের লড়াই মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, জাপান এবং সুদূর ইন্দোনেশিয়ার সঙ্গেও। তাদের ভূখণ্ড থেকে দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইন্দোনেশিয়ার একটি দ্বীপেও মাছ ধরার অধিকার চাইছে চীন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ভারতকে বাদ দিয়ে যেভাবে বদলাচ্ছে দ. এশিয়ার ভূ-রাজনীতি

অপর দিকে এরই মধ্যে সেখানে যুদ্ধবিমানবাহী দুটি রণতরী পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড