• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদিতে হুথিদের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন ২০২০, ১৭:৪৪
সৌদিতে হুথিদের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা
ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

সৌদি আরবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটির মুখপত্র আল মাসিরাহ টেলিভিশনে বলা হয়, মঙ্গলবার (২৩ জুন) সকালে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত তথ্য আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।

বিশ্লেষকদের মতে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেন যুদ্ধকে আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে। চলতি বছরের শুরুতে ইয়েমেনের উত্তরাঞ্চলের আল জাওয়াফ প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে হুথি বিদ্রোহীরা।

মঙ্গলবারের হামলা প্রসঙ্গে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি দেশটির রাষ্ট্রীয় মিডিয়াকে বলেছেন, ইচ্ছাকৃত বৈরী অভিযানে রিয়াদকে লক্ষ্য করে সানা থেকে সন্ত্রাসী হুথি যোদ্ধাদের চালানো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ধ্বংস করতে সক্ষম হয়েছে জোট বাহিনী।

বিদ্রোহীদের দাবি, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, বাদশাহ সালমান বিমান ঘাঁটি এবং রিয়াদের একটি গোয়েন্দা ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান এবং জিজান অঞ্চলের আরও কয়েকটি সামরিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন : সিকিম সীমান্তে চীন-ভারত সংঘর্ষের লোমহর্ষক ভিডিও প্রকাশ

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহাই সারেই এক বিবৃতিতে বলেছেন, হামলা চালাতে তারা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনীর কাছ থেকে তেল সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবের দখল নিতে অভিযান জোরালো করার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড