• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এরদোগানের দেশে করোনার থাবা, প্রথম ২ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ ২০২০, ০৭:২৩
প্রেসিডেন্ট এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তেইয়্যেপ এরদোগান (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোন ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো তুরস্কে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯১- এ দাঁড়িয়েছে বলে ঘোষণা দিয়েছে তুরস্কের সরকার।

বুধবার (১৮ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান এই ঘোষণা দেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির প্রেসিডেন্টের বরাতে আল জাজিরা জানায়, যত তাড়াতাড়ি সম্ভব তুরস্কের সরকার সমস্ত শক্তি একত্রিত করে করোনার হুমকি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে করোনার সংক্রামণের হাত থেকে দেশের অর্থনীতিকে বাঁচাতে ১৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রেসেপ তেইয়্যেপ এরদোগান।

আরও পড়ুন : করোনার আগ্রাসন নিয়ে মুশফিকের ভিডিওবার্তা

উল্লেখ্য, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মহামারিতে রূপ নেওয়া করোনা ভাইরাসে ইতোমধ্যেই বিশ্বের ১৬৭টি দেশে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৭ হাজার মানুষ। এছাড়া আক্রান্ত রয়েছেন আরও প্রায় দুই লাখেরও বেশি মানুষ।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড