• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুদ্ধে লড়তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াল ইয়েমেন

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪০
ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (ছবি : পার্সটুডে)

শত্রুদের হামলা প্রতিহত করতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে ইয়েমেন। তারই অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনীতে যোগ হয়েছে নতুন ৪টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। খবর ‘খালিজ টাইমস’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার (২৩ ফেব্রুয়ারি) এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়। এ সময় ইয়েমেনের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত উপস্থিত ছিলেন।

জানা গেছে, নতুন এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হচ্ছে ‘সাকিব-১', ‘সাকিব-২’, ‘সাকিব-৩’ এবং ‘ফাতির-১’।

এ বিষয়ে মাহদি আল মাশাত বলেন, ইয়েমেনের বিশেষজ্ঞরাই এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছেন। এর মধ্য দিয়ে ইয়েমেনি বাহিনীর শক্তি ও সক্ষমতা আরও বাড়ল।

তিনি আরও বলেন, হুথি আনসারুল্লাহর মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালিক আল হুথি প্রতিরক্ষা শক্তি জোরদারের যে প্রতিশ্রুতি দিয়েছেন এসব সামরিক সরঞ্জাম তৈরির মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটেছে।

আরও পড়ুন : হামাসের হুমকিতে ভীত ইসরায়েল কাতারের দ্বারস্থ

এ দিকে বিশ্লেষকরা মনে করছেন, এসব প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি জোটের সঙ্গে ইয়েমেনের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড