• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সফল উৎক্ষেপণ সত্ত্বেও কক্ষপথে পৌঁছায়নি ইরানের স্যাটেলাইট

  আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৭
স্যাটেলাইট উৎক্ষেপণ
স্যাটেলাইট উৎক্ষেপণ (ছবি : পার্সটুডে)

সোলাইমানি হত্যার জেরে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশ ইরানের উৎক্ষেপণ করা ‘জাফর’ নামের এই স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে। তবে সেটি কক্ষপথে পৌঁছায়নি।

ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র আহমাদ হোসেইনির বক্তব্যের বরাতে এ খবর প্রকাশ করেছে ‘মিডল ইস্ট মনিটর’।

এক বার্তায় আহমাদ হোসেইনি বলেছেন, রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশে তৈরি ‘জাফর’ স্যাটেলাইট সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে ইরান। তবে তা কক্ষপথে পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেছেন, সাফল্যের সঙ্গে ‘জাফরকে’ মহাকাশে নিয়ে যায় স্যাটেলাইটটির বাহক। কিন্তু স্যাটেলাইটটিকে কক্ষপথে স্থাপনের জন্য বাহকের যে গতি দরকার ছিল শেষ মুহূর্তে সেটা কমে যায়। এ কারণে সুনির্দিষ্ট কক্ষপথে পৌঁছাতে পারেনি ‘জাফর’ স্যাটেলাইট।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে রুখতে ইরাককে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া

তবে এই উৎক্ষেপণ থেকে যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে তা কাজে লাগিয়ে ভবিষ্যতে সাফল্য পেতে চান বলে জানিয়েছেন ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র আহমাদ হোসেইনি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড