• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৯
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা (ছবি : দ্য বিজনেস টুডে)

ভারতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আটজন। খবর ‘নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুটি সড়ক দুর্ঘটনায়-ই ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। এর মধ্যে প্রথমটি ঘটে স্থানীয় সময় রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে। আর পরেরটি ঘটেছে সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রবিবার রাতে মুম্বাই থেকে আনুমানিক ৪০০ কিলোমিটার দূরে জলগাঁওর হিংগোলা গ্রামে একটি ট্রাক ও কারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা চিঞ্চোল ও মেহুল গ্রামের বাসিন্দা। একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে তারা চোপরা গ্রাম থেকে ফিরছিলেন।

এ দুর্ঘটনায় আহতদের জনগাঁওয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ দিকে সোমবার ভোরে মহারাষ্ট্রের সাংলি জেলার আতপাড়ি তেহসিলে নামক এলাকায় একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন একজন। আহত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েল-মিশর গ্যাস লাইনে সশস্ত্রগোষ্ঠীর হামলা

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, তারা একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড