• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৪
ক্ষেপণাস্ত্র হামলা
ক্ষেপণাস্ত্র হামলা (ছবি : মিডল ইস্ট মনিটর)

সৌদি আরবের কয়েকটি বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে রবিবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে হুথিদের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরবের জিজান, আবহা ও নাজরান প্রদেশের বিমানবন্দর, খামিস মুশাইত সামরিক ঘাঁটি এবং আরামকো তেল স্থাপনায় মোট ২৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেছেন, সৌদি সেনারা ইয়েমেনে হামলা চালানো অব্যাহত রেখেছে। এর জবাব দিতেই হুথিরা হামলা চালিয়েছে। আর এসব হামলা চালানো হয়েছে কেন্দ্রীয় কমান্ডের নির্দেশে। এসব হামলায় সৌদি আরবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ২৫ থেকে ৩১ জানুয়ারি সময়ের মধ্যে হুথিরা এসব হামলা চালিয়েছে বলেও জানিয়েছেন জেনারেল ইয়াহিয়া সারি।

আরও পড়ুন : ভারতে বিশ্ব হিন্দু মহাসভার সভাপতিকে গুলি করে হত্যা

এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। তখন বিশ্বের সর্ববৃহৎ এই তেল কোম্পানির উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড