• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যাপক হারে মরছে মহিষ, করোনা আতঙ্কে মিয়ানমার

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, ১৫:১৬
মহিষ
মৃত মহিষ (ছবি : সংগৃহীত)

দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। রহস্যময় এই ভাইরাসের কারণে চীন এখন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। চীন থেকে ছড়ানো করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে মিয়ানমারের রাখাইনে অজ্ঞাত রোগে ব্যাপক হারে মারা যাচ্ছে মহিষ।

স্থানীয় প্রশাসনের বিবৃতির ভিত্তিতে সোমবার (২৭ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে নারিনজারা।

সংবাদমাধ্যমটিতে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী, অজ্ঞাত এক রোগে আক্রান্ত হয়ে গত কয়েক ঘণ্টায় মিয়ানমারের রাখাইনে কেবল একটি গ্রামেই ৩ শতাধিক মহিষের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মিয়ানমারের রাখাইন অঞ্চলের মেবন শহরের ইয়ো চাং ওয়ারা থায়া গ্রামে মহিষের এই মহামারী দেখা দিয়েছে।

তবে কী কারণে এসব মহিষের মৃত্যু হচ্ছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত দল গঠন করা হয়েছে।

আরও পড়ুন : করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে চীন!

এ দিকে স্থানীয় কৃষক ইউ শাক হোসু জানিয়েছেন, মৃত্যুর আগে মহিষগুলোর মধ্যে কেবল চারটি উপসর্গ দেখা যায়। মৃত্যুর আগে এসব মহিষ কাঁপতে থাকে, জিহ্বা বের করে হাঁপাতে থাকে এবং গলা ও পেট ফুলে যায়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড