• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাফতার বাহিনী লিবিয়ায় সর্বশক্তি দিয়ে হামলা চালাচ্ছে : এরদোগান

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি ২০২০, ১৮:৪৮
এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান (ছবি : রয়টার্স)

খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনী লিবিয়ায় হামলা চালানো অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। খবর ‘আল-জাজিরা’।

রবিবার (২৬ জানুয়ারি) আলজেরিয়া সফরের প্রাক্কালে তিনি হাফতার বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ করেন।

এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, হাফতার বাহিনী এখনো লিবিয়ায় হামলা চালানো বন্ধ করেনি। বরং দেশটির সাধারণ জনগণের ওপর সর্বশক্তি দিয়ে হামলা চালাচ্ছে তারা। তবে তাদের চেষ্টা কখনোই সফল হবে না।

এরদোগান আরও বলেন, হাফতার বাহিনী দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। আর তারা এটি করছে কয়েকটি দেশের সমর্থনের কারণে।

এ সময় খলিফা হাফতারকে একজন বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে এরদোগান বলেন, হাফতারের পরিচয় কী? তিনি এমন একজন ব্যক্তি যিনি এর আগেও তার ঊর্ধ্বতনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এমন মানুষের কাছে যুদ্ধবিরতি চলাকালেও বোঝাপড়া আশা করা যায় না।

আরও পড়ুন : ধর্মে নিষেধ, তাই পারমাণবিক অস্ত্র বানাবে না ইরান

উল্লেখ্য, ক্ষমতাসীন সরকারের সঙ্গে হাফতার বাহিনীর বিরোধের জেরে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় গত ৯ মাস ধরেই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। যেখানে ফাইয়াজ আল সেরাজের নেতৃত্বাধীন সরকারের ওপর সমর্থন রয়েছে জাতিসংঘের। আর জেনারেল খলিফা হাফতারের বাহিনীর ওপর রয়েছে যুক্তরাষ্ট্রের সমর্থন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড