• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোলাইমানি হত্যায় ফুঁসে উঠেছে গোটা ইরান

  বিশেষ প্রতিবেদক

০৩ জানুয়ারি ২০২০, ২১:৩৩
ইরান
রাজপথে জড়ো হয়েছেন ইরানের জনগণ (ছবি : পার্সটুডে)

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ফুঁসে উঠেছেন ইরানের জনগণ। দেশজুড়ে চলছে বিক্ষোভ। যে কোনো মূল্যেই এই হত্যার প্রতিশোধ চান ইরানিরা। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের পর ইরানের রাজধানী তেহরানে মুসল্লিরা বিক্ষোভ করেছেন। দেশের সব মসজিদে এখন শোক সমাবেশ চলছে।

জানা গেছে, বিক্ষোভ ও শোকানুষ্ঠানে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আর জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জানাচ্ছেন।

এ দিকে ধর্মীয় নগরী কোম ও মাশহাদের বিক্ষোভ সমাবেশে মানুষের ঢল নেমেছে। জেনারেল সোলাইমানির জন্মস্থান কেরমানের রাস্তায় নেমে এসেছেন অগণিত মানুষ। তাদের প্রায় সবার হাতেই রয়েছে আমেরিকার বিরুদ্ধে স্লোগান লেখা প্ল্যাকার্ড।

শুক্রবার ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন।

আরও পড়ুন- সোলাইমানির ক্ষমতাধর হয়ে ওঠার গল্প

হত্যার পর পরই মার্কিনিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের প্রেসিডেন্ট, স্পিকার, বিচার ও সামরিক বিভাগের প্রধানরাও মার্কিনিদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড