• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোদী মুসলিমদের বহিষ্কার করতে চান : ওয়াইসি

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৬
ওয়াইসি
মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিনের (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি (ছবি : মিম নিউজ)

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সহিংসতা বাড়ছেই। গত কয়েক সপ্তাহের বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এরই মধ্যে বিজেপি মুসলিমদের দেশ থেকে তাড়ানোর পাঁয়তারা চালাচ্ছে বলে দাবি করেছে মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন (মিম)।

দলের প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মোদী ভারতীয় মুসলিম নাগরিকদের দ্বিতীয় শ্রেণির নাগরিক নয় বরং দেশ থেকে বহিষ্কারের ষড়যন্ত্র করছেন। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে হায়দ্রাবাদের দারুসসালামে আয়োজিত এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

বিতর্কিত নাগরিকত্ব আইনের তীব্র সমালোচনা করে ওয়াইসি বলেন, ‘মুসলিম তারাই যারা ভারত গঠনে যথাযথ ভূমিকা পালন করেছে। আসামে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর হওয়ার পর যারা সেই তালিকা থেকে বাদ পড়েছেন, সরকার তাদের নিয়ে ঠিক কী করবে? এসব লোকদের সম্পর্কে সরকারের মনোভাব আগে জানাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আসামের এক মন্ত্রী দাবি করেছেন, তিনি মুসলিমদের অবিলম্বে বহিষ্কার করবেন এবং হিন্দুদের নাগরিকত্ব দেবেন। এভাবে সরকার নিজেরাও গুজব ছড়াচ্ছে।’

ওয়াইসির ভাষায়, ‘দেশ বিভাগের সময়, ভারতীয় মুসলিমরা জিন্নাহর তত্ত্বকে অস্বীকারের মাধ্যমে এখানে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন।’

বিজেপি দেশে কালো আইন এনেছে উল্লেখ করে ওয়াইসি বলেন, ‘এই লড়াই শুধু মুসলিমদের নয় বরং দলিত, তপশিলি জাতি ও উপজাতিদের জন্যও।’

গত ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটিতে প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পার্লামেন্টে বিলটি ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ উত্থাপন করেন।

আরও পড়ুন :- ‘সবকটাকে মেরে ফেল’ বলেই পুলিশের গুলি (ভিডিও)

পরে ১১ ডিসেম্বর রাজ্যসভায় বিলটি পাস হয়। বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। বিপক্ষে পড়েছে ১০৫টি ভোট। ১২ ডিসেম্বর রাতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে বিতর্কিত বিলটি আইনে পরিণত হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড