• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৬
যুক্তরাষ্ট্র-রাশিয়া
ছবি : প্রতীকী

লিবিয়ায় হারিয়ে যাওয়া একটি ড্রোন রাশিয়ার সামরিকবাহিনী ভূপাতিত করেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিকবাহিনী মনে করছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের ড্রোনটি ভূপাতিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গত মাসে লিবিয়ায় একটি মার্কিন ড্রোন হারিয়ে যায়। আর সেটি রাশিয়া ভূপাতিত করেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। এখন ওই ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ চাচ্ছে মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া যে ড্রোন ভূপাতিত করেছে সেটিতে কোনো অস্ত্র যুক্ত করা ছিল না। তারপরও ধ্বংস করা হয়। ২১ নভেম্বর মার্কিন ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে।

এ সম্পর্কে আফ্রিকায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনীর প্রধান জেনারেল স্টিফেন টাউনসেন্ড রাশিয়াকে উদ্দেশ্য করে বলেন, যারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছিলেন তারা বুঝতে পারেননি যে, এটি দূর-নিয়ন্ত্রিত মার্কিন চালকবিহীন বিমান।

তিনি আরও বলেন, যারা এটি ধ্বংস করেছে তারা খুব ভালো করেই জানে এই ড্রোনের মালিক কে। তারপরও এটি ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছে। তারা বলছে, তারা জানে না ওই ড্রোন কোথায় আছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড