• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইয়েমেনগামী ইরানি ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ জব্দ করল যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৮
মার্কিন নৌবাহিনীর অভিযান
আরব সাগরে অভিযান চালাচ্ছে মার্কিন নৌবাহিনী (ছবিসূত্র : হারেৎজ)

মধ্যপ্রাচ্য যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের কাছে পাঠানো ইরানি ক্ষেপণাস্ত্রের বেশ কিছু যন্ত্রাংশ এরই মধ্যে জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানান, প্রথমবারের মতো ইয়েমেনগামী এসব যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষের বরাতে ইসরায়েলি গণমাধ্যম ‘হারেৎজ’ জানায়, বুধবার (৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আরব সাগরের উত্তরাঞ্চল অভিযান চালিয়ে ছোট একটি ইরানি নৌযান থেকে এসব যন্ত্রাংশ জব্দ করেছে। যা বর্তমানে মার্কিন নৌ সেনাদের হেফাজতে রাখা হয়েছে।

ওয়াশিংটনের দাবি, মার্কিন নৌ সেনাদের এই অভিযান থেকে এটাই প্রমাণিত হয় যে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির কাছে অস্ত্র পাচার করছে ইরান।

আরও পড়ুন :- যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো পথ নেই : রুহানি

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন বরাবরই তেহরানের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ করে আসছে। তাদের দাবি, ইরান দীর্ঘদিন যাবত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছে। যার সাহায্যে হুথিরা দেশটিতে আন্তর্জাতিকভাবে সমর্থিত সরকারকে উচ্ছেদের প্রচেষ্টা চালাচ্ছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড