• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপন তথ্য ফাঁসের ভয়ে লাদেন-বাগদাদিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র : আসাদ

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১৪:৩৩
বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ (ছবি : এপি)

সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে কখনোই আপোষ করবেন না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাশিয়ার একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। শনিবার (১৬ নভেম্বর) এই খবর প্রকাশ করেছে ‘ইরনা’।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার ষড়যন্ত্র চলছে। কিন্তু আমি ক্ষমতায় থাকাকালে সেটা কখনো বাস্তবায়িত হতে দেব না।’

এ সময় বাশার আল আসাদ জানান, যুক্তরাষ্ট্র উগ্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সৃষ্টি করেছে। মার্কিনিদের পৃষ্ঠপোষকতা নিয়েই সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী।

তিনিও আরও বলেন, বিন লাদেন ও আবু বকর বাগদাদির মতো জঙ্গি নেতাদের প্রয়োজন ফুরিয়ে গেলে যুক্তরাষ্ট্র নিজেই তাদেরকে হত্যা করে। কারণ এসব সন্ত্রাসী নেতা বেঁচে থাকলে যুক্তরাষ্ট্রের অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যেত।

সাক্ষাৎকারে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সাম্প্রতিক সামরিক অভিযানের পর কুর্দি গেরিলাদের সঙ্গে দামেস্কের সম্পর্ক ভালো হয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড