• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোরালেস সমর্থকদের ওপর পুলিশের গুলি, নিহত ৫

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১২:৫১
বলিভিয়া
মোরালেসের সমর্থকদের সঙ্গে পুলিশের সশস্ত্র সংঘর্ষ হয় (ছবি : টিআরটি নিউজ)

বলিভিয়ার নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সঙ্গে দেশটির পুলিশের সশস্ত্র সংঘর্ষ হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন পাঁচজন। খবর ‘টিআরটি ওয়ার্ল্ড’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইভো মোরালেসের সমর্থকদের সঙ্গে দেশটির পুলিশের সশস্ত্র সংঘর্ষের পর বলিভিয়ায় চরম অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তবর্তীকালীন সরকার।

জানা গেছে, অধিকাংশ নিহতের ঘটনা ঘটেছে সাকাবায়। পাঁচজন নিহত ছাড়াও পুলিশের গুলিতে অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের ভাষায়, বিক্ষোভকারীদের দিকে এলোপাতাড়ি গুলি ছুঁড়েছে পুলিশ। তারা মেক্সিকোয় নির্বাসিত মোরালেসের ফিরে আসার দাবি জানাচ্ছিলেন।

এদিকে বলিভিয়ার অন্তবর্তীকালীন সরকারকে একনায়ক বলে আখ্যা দিয়ে মেক্সিকোতে আশ্রয়ে থাকা মোরালেস এক টুইটার বার্তায় লেখেছেন, বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়েছে।

গত ২০ অক্টোবর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী হন ইভো মোরালেস। তবে বিরোধীরা তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনেন। এক পর্যায়ে মোরালেসের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। এ সময় মেক্সিকোতে পাড়ি জমান দীর্ঘ ১৪ বছর বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মোরালেস।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড