• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা ভাইরাস : লক্ষণ ও প্রতিরোধের উপায় কী?

  স্বাস্থ্য ডেস্ক

২৬ জানুয়ারি ২০২০, ১১:৫৩
করোনা ভাইরাস
বিশ্বের ১২টি রাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস (ছবি- সংগৃহীত)

বিশ্বজুড়ে বর্তমানে ভয়াবহ এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ বলছে, শনিবার (২৫ জানুয়ারি) রাত পর্যন্ত ভয়াবহ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬০ জনে পৌঁছেছে। তাছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮৭ জন। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা প্রায় পাঁচ হাজারের অধিক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে চীনে জরুরি অবস্থা ঘোষণা করেছে। শুরুর দিকে মনে করা হয়েছে সামুদ্রিক খাবার থেকে ভাইরাসটি ছড়াচ্ছে। তবে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মানুষ থেকে মানুষের দেহে এটি ছড়িয়ে পড়তে পারে।

এরই মধ্যে চীনের হুবেই প্রদেশ থেকে দেশটির সব অঞ্চল এমনকি বিশ্বের ১২টি রাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।

করোনা ভাইরাস কী?

করোনা ভাইরাস নামটি এসেছে এর আকৃতির ওপর ভিত্তি করে। ইলেকট্রন মাইক্রোস্কোপে ক্রাউন বা মুকুটের মতো দেখতে হওয়ায় এর নাম হয়েছে করোনা ভাইরাস।

এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। বাতাসের মাধ্যমে ছড়িয়ে স্তন্যপায়ী প্রাণী ও পাখিতে প্রাথমিক অবস্থায় শ্বাসনালীর উপরের দিকে ও পরিপাকতন্ত্রের নালিতে সংক্রমণ ঘটায়।

যদিও অধিকাংশ করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগীর মধ্যে হালকা ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ প্রকাশ পায়। এছাড়াও নানা ধরনের জটিলতাও দেখা দেয়।

প্রাথমিক লক্ষণ

করোনা ভাইরাসের লক্ষণগুলো অতি সাধারণ। এর প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে- সর্দি কাশি, মাথাব্যথা, নাক দিয়ে পানি পড়া, শ্বাসকষ্ট, গলাব্যথা, জ্বর, বারবার অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি।

কীভাবে ছড়ায়?

● শারীরিক ঘনিষ্ঠতা থেকে করমর্দনের মাধ্যমে এ রোগ ছড়াতে পারে।

● রোগী কিংবা তার ব্যবহৃত জিনিস ধরার পর ভালো করে হাত ধুতে হবে। নাহয়, এই হাত চোখ, নাক, মুখে লাগলে এ রোগ ছড়াতে পারে।

● হাঁচি ও কাশির মাধ্যমেও এ রোগ ছড়াতে পারে।

আরও পড়ুন : চীনের করোনা ভাইরাস সাপ থেকে ছড়িয়েছে!

প্রতিরোধের উপায়

সাধারণ কিছু নিয়ম মানার মাধ্যমে এই সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব-

● রোগীর কাছ থেকে আসার পর খুব ভালো করে হাত ধুয়ে নিন।

● হাঁচি কাশি দেওয়ার সময় নাক মুখ ঢেকে রাখুন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন।

● ডিম, গোশত খুব ভালো করে রান্না করুন।

● ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন।

● আক্রান্ত ব্যক্তি থেকে দূরে অবস্থান করুন।

উপরে বলা প্রাথমিক লক্ষণগুলোর এক বা একাধিক লক্ষণ দেখা দিলে আর অবহেলা করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ওডি/এনএম

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড