• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কলাস্টিকা স্কুল বন্ধ ঘোষণা

  শিক্ষা ডেস্ক

১৬ মার্চ ২০২০, ১২:১৮
স্কলাস্টিকা স্কুল
স্কলাস্টিকা স্কুল (ছবি : সংগৃহীত)

রাজধানীর স্কলাস্টিকা স্কুলে ছুটির ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে মেইল পাঠানো হয়েছে।

রবিবার (১৫ মার্চ) স্কুলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এটিকে বসন্তকালীন ছুটি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে এজি চার্চসহ বেশ কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে অভিভাবকদের বলা হয়েছে সন্তানকে স্কুলে পাঠানো বা না পাঠানো তাদের ইচ্ছার ব্যাপার। কেউ স্কুলে না গেলে কোনও শাস্তি বা কৈফিয়ত দিতে হবে না। সব পড়াশোনা অনলাইনে দেওয়া হচ্ছে।

এদিকে স্কলাস্টিকা ছুটির খবর পাওয়ার পর সিদ্ধান্ত বাতিলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা রবিবার দিনভর ব্যর্থ চেষ্টা করে বলে জানা যায়।

১৫ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে। তবে প্রতিষ্ঠানগুলো বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

এসময় তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখবে না বন্ধ রাখবে তা পুরোটাই শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। পরামর্শ যতটুকু দেওয়ার আমরা দিয়েছি।

আরও পড়ুন : তৃতীয় চক্রের শিক্ষক নিয়োগে বিলম্বের সম্ভাবনা

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষকে আমরা নিরাপদে রাখার চেষ্টা করেছি। এজন্য দুই মাস ধরেই কাজ করে যাচ্ছি। আমরা কারো ওপরে চাপিয়ে দিতে পারি না। আমরা পরামর্শ দিয়ে সবাইকেই চিঠি দিয়েছি। এর থেকে বেশি কিছু আমরা করতে পারি না।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড