• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশব্যাপী ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিতের নির্দেশ

  শিক্ষা ডেস্ক

১০ জানুয়ারি ২০২০, ১৬:১১
ঝুঁকিপূর্ণ বিদ্যালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (ছবি : সংগৃহীত)

বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের পলেস্তারা ধসে পড়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশব্যাপী ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরেজমিনে পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে জানাতে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণে শিক্ষা কর্মকর্তারা প্রয়োজনে উপজেলা প্রকৌশলী এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা নিতে পারবেন। গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, স্কুলে তালা

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি বরগুনার তালতলীতে ছোটবগি পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ছাদ ভেঙে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মানসুরা (৮) নিহত এবং আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়। এই ঘটনা তদন্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। এ বিষয়ে স্থানীয় পর্যায়েও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তালতলীর ওই বিদ্যালয় ভবনটি ১৭ বছর আগে নির্মিত হয়েছিল।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড