• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদের পর সেমিস্টার ফাইনালের সিদ্ধান্ত

গবিতে ১৫ জুন পর্যন্ত অনলাইন ক্লাস

  গবি প্রতিনিধি

১৩ মে ২০২০, ১৯:০৮
গবি
ছবি : সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আগামী ১৫ জুন পর্যন্ত অনলাইন ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন সেমিস্টার ফাইনাল পরীক্ষা, নতুন শিক্ষার্থী ভর্তি, অনলাইন ক্লাস সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় এপ্রিল ২০২০ এর সেমিস্টার ফাইনাল পরীক্ষার সিদ্ধান্ত ঈদের পর আলোচনার মাধ্যমে নেওয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু জানান, যেসব বিভাগে অনলাইন ক্লাসের পরিমাণ এবং শিক্ষার্থী উপস্থিতি কম হয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে সেগুলো সম্পন্ন করতে হবে। যদি এর মধ্যে কোনো শিক্ষকের ক্লাস ও কোর্স সম্পন্ন হয়ে যায়, তাহলে তিনি তাঁর কোর্সসমূহের রিভিশন ক্লাস নেবেন।

সেমিস্টার ফাইনাল পরীক্ষার ব্যাপারে তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নেওয়ার ব্যাপারে দুটি অপশন আছে। প্রথমত, শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে এবং দ্বিতীয়ত অনলাইনে। আমরা দুটো অপশনই আলোচনা করেছি। তবে ঈদের পরে আবার আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় শিক্ষার্থী ভর্তির ব্যাপারে অনলাইন ব্যাংকিং করা যায় কি না, সে ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে তিনি জানান ঈদের পর আমরা মিটিং করে সিদ্ধান্ত নিবো। তবে ভর্তি অফিস চালু আছে এবং থাকবে।

আরও পড়ুন : রাবির অসহায় কর্মচারীদের ১২ লাখ টাকা দিচ্ছেন শিক্ষকরা

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে গণ বিশ্ববিদ্যালয়। আবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ীই বিশ্ববিদ্যালয় খোলা হবে এবং ঈদের পর পুনরায় আলোচনার মাধ্যমে সেমিস্টার ফাইনাল পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড