• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনলাইন পাঠদানে পিছিয়ে নেই বশেফমুবিপ্রবির ফিশারিজ বিভাগ

  বশেফমুবিপ্রবি প্রতিনিধি

০৮ মে ২০২০, ১৮:১১
বশেফমুবিপ্রবি
অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে অদ্যাবধি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে বিঘ্ন না ঘটে সেজন্য অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এরই ধারাবাহিকতায় অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই ফিশারিজ বিভাগ।

চলমান করোনাভাইরাসের প্রভাবে গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। আর এ বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিগত সপ্তাহ থেকে ২য় বর্ষের ‘ফিশারিজ মাইক্রোবায়োলজি’ কোর্সটির ক্লাস উদ্বোধন করেন বিভাগটির শিক্ষক সৈয়দ আরিফুল হক (ইমন)।

এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে। এ ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যেন তাদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে সম্পাদন করতে পারে, সেজন্য অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ফিশারিজ মাইক্রোবায়োলজি কোর্সটির তত্ত্বীয় বিষয়ের প্রায় ৭০ ভাগ ক্লাস ছুটির আগেই সম্পন্ন করা হয়। বাকি ৩০ ভাগ ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে। প্রথম দিনই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ৭২ জনের ৫৫ জন অংশ নেয়। উপস্থিতির হার ছিলো শতকরা ৭৭ ভাগ।’

‘জুম’ অ্যাপ্লিকেশন ব্যবহার করে চতুর্থ বর্ষের ‘ওশানোগ্রাফি অ্যান্ড মেরিন বায়োলজি’ এবং তৃতীয় বর্ষের ‘ফিশ পপুলেশন ডিনামিক্স’ বিষয়ের ক্লাস নেওয়ার কথা জানান ফিশারিজ বিভাগের শিক্ষক ফখরুল ইসলাম চৌধুরী (সুমন)।

তিনি বলেন, ‘অনলাইন ক্লাসেই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম বা গ্রুপেও শিক্ষার্থীদের সংযুক্ত করে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।’

ফিশারিজ বিভাগের শিক্ষক সাদিকুর রহমান ইমন (পিএইচডি গবেষক) জানান, আমরা শিক্ষার্থীদের ইমেইলে/ হোয়াটস অ্যাপে লেকচার শিট প্রদান করছি। তাছাড়া শিক্ষার্থীদের ব্যবহারিক খাতা করতে ছুটির আগেই নির্দেশনা দেওয়া হয়েছিলো।

আরও পড়ুন : মেস ভাড়া মওকুফের সরকারি প্রজ্ঞাপন চায় ছাত্র ফ্রন্ট

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ দৈনিক অধিকারকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। আর তা পূরণ করার লক্ষ্যে শিক্ষকদের অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনায় উৎসাহিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন এই বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগেই অনলাইনে পাঠদান চলছে। এটা আমাদের বড় অর্জন। ছুটির পর শিক্ষার্থীরা যাতে শুধু সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে করোনার ছুটির প্রভাব তাদের শিক্ষাজীবনে পড়বে না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড