• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা উপসর্গে কলেজ ছাত্রের মৃত্যু

  ক্যাম্পাস ডেস্ক

১৫ এপ্রিল ২০২০, ১২:৪৯
কুমিল্লা
প্রয়াত কলেজ ছাত্র দুলাল ভূঁইয়া (ছবি : সংগৃহীত)

কুমিল্লার দেবীদ্বারে করোনা উপসর্গ নিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) তার মৃত্যু হয়। ওই কলেজ ছাত্রের নাম দুলাল ভূঁইয়া। তিনি উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার ছেলে। সে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিল।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই কলেজ ছাত্রের শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে ফাতেমা তাকে মৃত ঘোষণা করেন।

ডা. উম্মে ফাতেমা জানান, দুলাল দীর্ঘদিন অ্যাজমা রোগে ভুগছিলেন এবং কিছুদিন ধরে তার জ্বর, সর্দি ও কাশি ছিল। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তার করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল তার রিপোর্ট জানা যাবে যে, তিনি করোনা রোগী ছিলেন কিনা।

এদিকে দুলালের মৃত্যুর সংবাদ শোনার পর পরই এক নোটিশ জারি করে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : ডিআইইউতে আজ অনলাইনে পাঠদান শুরু

কারণ দুলাল প্রেসক্লাব সংলগ্ন ‘ভাই ভাই পোলট্রি ফিডস’ নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন।

ওই নোটিশে প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, দুলালের আইইডিসিআরের রিপোর্ট নেগেটিভ হলে প্রেসক্লাব খোলা হবে। আর পজেটিভ হলে প্রেসক্লাব বন্ধ থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড