• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

  চবি প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ১৮:৩৯
চবি
চবি ক্যাম্পাস (ছবি : দৈনিক অধিকার)

করোনা ভাইরাস আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বিভাগের সভাপতি শহিদুল হকের নিকটে ক্লাস কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায় শিক্ষার্থীরা৷ কিন্তু এ দাবি মানতে অপারগতা প্রকাশ করেন বিভাগের সভাপতি।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধের উদ্যোগ না নেওয়ায় নিজ উদ্যোগেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী থুই চিং মারমা বলেন, ‘আমরা বিভাগের ১ম থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা করোনার ভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করছি।’

এ বিষয়ে বিভাগের সভাপতি শহিদুল হক বলেন, ‘শিক্ষার্থীরা আবেদন নিয়ে এসেছিল৷ কিন্তু এ ধরনের সিদ্ধান্ত আমি নিতে পারি না৷ এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।’

আরও পড়ুন : চবিতে ক্লাস পরীক্ষা চালু রেখে গণজমায়েত নিষিদ্ধ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘সরকারের নির্দেশনাতেই সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশনা ছাড়া আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে পারব না। এছাড়া প্রশাসনের সঙ্গে বসা ব্যতীত একা কোনো সিদ্ধান্ত দিতে পারি না।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড