• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে সহিংসতা বন্ধের দাবিতে গবিতে বিক্ষোভ

  গবি প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৭
গবি
শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি : সংগৃহীত)

ভারতের বিতর্কিত নাগরিক আইন বাতিল এবং সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় মানববন্ধন করে তারা, পরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সাধারণ ছাত্র পরিষদের সভাপতি রনি আহমেদ বলেন, ‘আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নই। তবে সাম্প্রদায়িক, কট্টরপন্থি মোদীকে কোনোভাবেই দেশের জনগণ মেনে নিবে না।’

মাহবুবুর রহমান রনি জানান, ‘আমাদের দেশে সাম্প্রদায়িকতা নেই বললেই চলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নরেন্দ্র মোদীর মতো একজন খুনিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তকে আমরা সাধারণ শিক্ষার্থীরা পুনর্বিবেচনা করতে আহ্বান করছি।’

আরও পড়ুন : চাকরির আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা করার দাবি

এ সময় ছাত্র সংসদের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু, ফার্মেসি ক্লাবের সভাপতি ফারুক আলম, সোশ্যাল ক্লাবের সভাপতি তাজমিলুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড