• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  জিটিসি প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৩
জিটিসি
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (ছবি : দৈনিক অধিকার)

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী সরকারি তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বালনের মাধ্যমে ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।

অধ্যাপক আশরাফ হোসেন বলেন, ‘খেলাধুলায় শরীর-মন সুস্থ থাকে। নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়ালেখার প্রতি মনোযোগী হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদকের ছোবল থেকে নিজেকে রক্ষা করতে পারে।’

এ উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়। এছাড়া রং বেরঙের বেলুন, রঙিন কাপড় দিয়ে সাজানো হয় পুরো মাঠ।

আরও পড়ুন : বিজনেস স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এবার প্রতিযোগিতার ইভেন্ট হিসেবে রয়েছে- দৌড়, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, উচ্চ লাফ, লাফ-ধাপ-ঝাঁপ ইত্যাদি।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড