• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা চুক্তি

  ইবি প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২২
ইসলামী বিশ্ববিদ্যালয়
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সঙ্গে তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থী আদান প্রদানের সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন উর রাশিদ আসকারীর কাছে স্বাক্ষরিত চুক্তিনামা হস্তান্তর করেন আন্তর্জাতিক শিক্ষার্থী অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক ড. শাহাদৎ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ ড. মো. সেলিম তোহা প্রমুখ।

আগামী ৫ বছরের জন্য ম্যাভলানা এক্সচেঞ্জ প্রোগ্রাম প্রোটকলের আওতায় শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পাদন করতে পারবেন। এতে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে- ইংরেজি, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট সায়েন্স, ল্যাংগুয়েজ অ্যান্ড ফিলোলজিকাল সায়েন্স, ম্যাথম্যাটিকস, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিটিকাল সায়েন্স, ফাইন আর্টস, মার্কেটিং, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে বলে জানা গেছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতির স্বর্ণপদক পাচ্ছেন পবিপ্রবির ৬৩ শিক্ষার্থী

প্রসঙ্গত, এর আগে তুরস্কের চানকিরি কারাটিকিন বিশ্ববিদ্যালয়, ইগডির বিশ্ববিদ্যালয় ও ইস্তাম্বুল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড কালচারের সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশের আরও ৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন সমঝোতা চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড