• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন পবিপ্রবির ৬৩ শিক্ষার্থী

  পবিপ্রবি প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৬
পবিপ্রবি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন (ছবি : সম্পাদিত)

রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৬৩ শিক্ষার্থী। কৃতিত্বপূর্ণ ফলের জন্য রাষ্ট্রপতি, বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এ স্বর্ণপদক প্রদান করবেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতির স্বর্ণপদকে মনোনীত শিক্ষার্থীরা হলেন- কৃষি অনুষদের কামরুজ্জামান রানা, নাসরিন পারভিন, তানজিলা আহমেদ, মিতু সমাদ্দার, নাজমুল হাসান মেহেদী, শেখর মণ্ডল, আনিসুর রহমান, পর্ণা দাস, হাবিবা জান্নাত মীম এবং শারমিন সুলতানা। ভেটেরিনারি অনুষদের আহসান উল্ল্যাহ মানিক, ফাহমিদা আফরোজ, আল ইমরান, মোস্তাফিজুর রহমান, সাইদুজ্জামান রনি, এসএম হানিফ, সাবরিনা বিনতে আলমগীর, মো. সোহাগ, প্রীতি কুমারী চৌধুরী, শম্পা রানী ও মিজানুর রহমান।

ব্যবসায় প্রশাসন অনুষদের নাদিরা আফরোজ, শেখ রাশেদ আল ইমরান, জাকারিয়া আরেফিন, দিবাকর চন্দ্র দাস, ইসরাত জাহান, সাব্বির হোসাইন, শেখ নাজমুন নাহার, ইয়াসমিন আক্তার, আল ইমরান এবং শরিফুল ইসলাম।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শোহাদা শারমিন, নাইমুর রহমান, সজল সাহা, তানিয়া ইসলাম, স্বর্ণা মজুমদার, মইনুল ইসলাম সাঈদ, মতিউর রহমান, ফারজানা সুলতানা মীম, আতিকুর রহমান ও মানীষ সাহ্।

পশু পালন অনুষদের মাহবুবা সুলতানা, মৌমিতা সাহা, সানজিদা মুনমুন ও সানজিতা রানী পাল, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের আফজাল হোসেন, মাওয়া সিদ্দিকা, রাশেদুজ্জামান, নুসরাত বিনতে নূর, শ্রাবণী সরকার ও মাকসুদুল ইসলাম।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর কৃষি বিপ্লবের স্বপ্ন পূরণে কাজ করছে বাকৃবি : ড. গওহর রিজভী

পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের পূজা কুমারী চৌধুরী, সুমাইয়া সাহরিন, শারমিন আক্তার ও মো. হাসিব, মাৎস্য বিজ্ঞান অনুষদের সুপ্রকাশ চাকমা, আমিনুল ইসলাম, মীর মোহাম্মদ আলী, ইসরাত জাহান মিলি, নিউটন সাহা, মো. সোলাইমান, প্রান্ত সাহা ও ঋতুপর্ণা দাস।

উল্লেখ্য, আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড