• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

লক্ষ্মীপুর ও বগুড়ায় হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২০, ১৬:০৯
শেখ হাসিনা
মন্ত্রিসভা ( ছবি : দৈনিক অধিকার)

লক্ষ্মীপুর ও বগুড়া জেলায় নতুন করে দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নীতিগত সম্মতির পরিপ্রেক্ষিতে জেলার নাম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ২টির নামকরণ করা হয়েছে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সচিব জানান, ‘এই বিশ্ববিদ্যালয় ২টির আইনে ৫৫টি করে ধারা রয়েছে। এতে সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও সংজ্ঞা ছাড়াও গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে ৯ ধারায় মহামান্য আচার্য, ১০ ও ১১ ধারায় উপাচার্য, ১২ ধারায় উপউপাচার্য, ১৩ ধারায় কোষাধ্যক্ষ, ১৮-২০ ধারায় সিন্ডিকেট, ২১-২২ ধারায় অ্যাকাডেমিক কাউন্সিল, ২৯-৩০ ধারায় অর্থ কমিটি সংশ্লিষ্ট বিধান রয়েছে। এ দুই বিশ্ববিদ্যালয় আইনের মোট ২১টি অনুচ্ছেদ সংবলিত বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির খসড়া আইনের ফাঁকে সংযুক্ত করা আছে।’

আরও পড়ুন : শেকৃবিতে ৫ বহিরাগতসহ আটক ২০

উল্লেখ্য, দেশে বর্তমানে মোট ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন দুটি হলে এই সংখ্যা হবে ৪৬টি। অন্যদিকে দেশে মোট ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৯০টিতে শিক্ষা কার্যক্রম চালু আছে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড