• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেকৃবিতে ৫ বহিরাগতসহ আটক ২০

  শেকৃবি প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২০, ১৪:৫৮
শেকৃবি
কর্মচারী সমিতির কার্যালয় থেকে আটক বহিরাগতরা (ছবি : সংগৃহীত)

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কর্মচারী সমিতির কার্যালয় থেকে জুয়া খেলার অভিযোগে ৫ বহিরাগতসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের আটক করে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমসহ কতিপয় আনসার সদস্যদের নিয়ে পুলিশ সমিতির রুমে অভিযান চালায়। এ সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৫ জন কর্মচারীসহ ৫ জন বহিরাগতকে জুয়া খেলতে দেখা যায়। এ সময় তাদের কাছে তাস ও অর্থ পাওয়া যায়।

দোষী সাব্যস্তদের মধ্যে মো. আরিফ নামে এক শ্রমিক জুয়া খেলার বিষয়টি স্বীকার করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে খুব সামান্য টাকায় বাজি খেলা হয় কিন্তু যে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলে এবং এই আসরের নেতৃত্ব দেয় সে ধরা-ছোঁয়ার বাইরে থাকে।’

বিস্তারিত জানতে চাইলে সে বলে, ‘মৃত্তিকা বিজ্ঞানের কর্মচারী মো. মোসলেম সবকিছুর নেতৃত্ব দেয়। কিন্তু সে রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।’

মোসলেমের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ ছিল। কিন্তু প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কেন ব্যবস্থা নেওয়া হয়নি বা হচ্ছে না সে ব্যাপারেও স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।

অভিযান সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী বলেন, ‘বহিরাগতসহ মোট ১৯ জনকে আমরা অভিযুক্ত করেছি এবং বহিরাগতদের শেরেবাংলা নগর থানা পুলিশের হাতে সোপর্দ করেছি।’

আরও পড়ুন : ঢাকা কলেজে শীতের আমেজ

বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের শাস্তির ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, অভিযুক্ত ১৫ জনের নাম এবং কর্মস্থলের তালিকা আমরা তৈরি করেছি। উপাচার্যকে এ ব্যাপারে অবহিত করা সাপেক্ষে তাদের ব্যাপারে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড