• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইটিই বিভাগের শিক্ষার্থীদের দাবির বিপক্ষে ইইই শিক্ষার্থীরা

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২০, ১৭:৪৫
মানববন্ধন
মানববন্ধনে শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবির বিপক্ষে মানববন্ধন করেছে ইইই বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে ইইই বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘ইটিই বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত যে দাবি করে আসছেন তা সম্পূর্ণ অযৌক্তিক। তাদের পাঠ্যক্রম এবং আমাদের পাঠ্যক্রমে প্রায় ৪০ শতাংশ অমিল রয়েছে। এছাড়া আমাদের বিভাগে বর্তমানে যে পরিমাণ শিক্ষার্থী রয়েছে, তারাই পর্যাপ্ত ল্যাব এবং ক্লাসরুম সুবিধা পাচ্ছে না। এমতাবস্থায় নতুন শিক্ষার্থী যুক্ত হলে আমাদের বিভাগের শিক্ষার মান এবং পরিবেশ নষ্ট হবে।’

মানববন্ধনে শিক্ষার্থীরা আরও জানান, ‘ইঞ্জিনিয়ারিং অনুষদে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যাদের অবস্থান মেধা তালিকায় বর্তমান ইটিই শিক্ষার্থীদের তুলনায় উপরে ছিল এবং তাদের ১ম পছন্দ ইইই হলেও তারা ইইই বিভাগে ভর্তির সুযোগ না পেয়ে বর্তমানে অন্য বিভাগে পড়াশোনা করছে। যদি আন্দোলনের প্রেক্ষিতে ইটিই বিভাগকে ইইই বিভাগের সঙ্গে একীভূত করা হয় তবে ওই সকল শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হবে। সকল বিভাগের চাকুরীর সুবিধা একই রকম থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। তাই বলে একটি বিভাগকে অন্য বিভাগের সঙ্গে একীভূতকরণ কোনো সমাধান হতে পারে না।’

এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘২ বিভাগকে একীভূত করার প্রক্রিয়া গ্রহণ করা হলে, কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

এ দিকে ইটিই বিভাগকে ইইই বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে ইটিই শিক্ষার্থীরা। এ অনশন কর্মসূচিতে ১৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৬ জন বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান দৈনিক অধিকারকে জানান, ‘বিষয়টি সমাধানে ১৬ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি বিশেষজ্ঞ কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

আরও পড়ুন : চুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত

উল্লেখ্য, রবিবার (১৯ জানুয়ারি) থেকে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে অনশন করছে ইটিই বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া গেল বছরের ১৭ অক্টোবর থেকে ইটিই বিভাগকে ইইই বিভাগের সঙ্গে একীভূতকরণের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে তারা।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড