• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসইউ ও আইকিউএসি'র যৌথ উদ্যোগে সেমিনার

'ওবিই' বাস্তবায়নের মাধ্যমে উন্নত শিক্ষার মান বৃদ্ধি করতে চায় সোনারগাঁও ইউনিভার্সিটি

  নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৩, ১৫:২৫
ওবিই
সেমিনার শেষে বক্তাদের একসাথে ছবি তোলা হয়। ছবি- অধিকার

সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর যৌথ উদ্যোগে 'ওবিই ইমপ্লিমেন্টেশন অ্যান্ড বিএসি, বিএইটিই অ্যাক্রিডিটেশন' বিষয়ে একটি বিশেষ সেমিনার আয়োজিত হয়।

৪ নভেম্বর (শনিবার) সোনারগাঁও ইউনিভার্সিটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান, সোনারগাঁও ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, এনডিসি, পিএসসি, আইকিউএসি'র পরিচালক ও সোনারগাঁও ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ মোস্তফা হোসেন, সোনারগাঁও ইউনিভার্সিটির সিএসসি বিভাগের প্রধান ও আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর বুলবুল আহমেদ।

সেমিনারের মূল বক্তা ও ওবিই সফটওয়্যার বিশেষজ্ঞ ফারুক হোসেন কারিকুলাম ডিজাইন, ওবিই সফটওয়্যার, ওয়াশিংটন অ্যাকর্ডের পটভূমি এবং বিএসি, বিএইটিই অ্যাক্রিডিটেশন প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

সেমিনার শেষে প্রধান বক্তা ও ওবিই বিশেষজ্ঞ ফারুক হোসেন উপস্থিতিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ছবি-অধিকার

জানুয়ারি, স্প্রিং ২০২৪ সেমিস্টার থেকে ওবিই সফ্টওয়্যার বাস্তবায়ন করার উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করা হয় বলে জানা যায়। সেমিনারে অন্যান্যদের মধ্যে সোনারগাঁও ইউনিভার্সিটির অন্যান্য বিভাগের সকল ডিন, প্রধান, সমন্বয়কারী ও অনুষদগণ উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে প্রধান বক্তা ও ওবিই বিশেষজ্ঞ ফারুক হোসেন উপস্থিতিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড