• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রস্তুত ঢাবির হল, থাকছে না গণরুম

  ক্যাম্পাস ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৬
ঢাবি
শেষ সময়ের প্রস্তুতি নিতে ব্যস্ত ঢাবির হল (ছবি : সংগৃহীত)

শিক্ষার্থীদের বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। আগামী ১৫ সেপ্টেম্বরের পর শর্ত সাপেক্ষে খুলতে যাচ্ছে ঢাবির হলগুলো। আর তাই দ্রুত গতিতে চলছে দেয়ালে রঙ করা, হাত ধোয়ার বেসিন বসানোর কাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে হল সংস্কারের কাজ শেষ করার নির্দেশনা দিয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির জানান, হল সংস্কারের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুদান পেয়েছেণ তারা। বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হল মেরামতের কাজ চলছে। ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ করা হয়েছে, অল্প কিছু সংস্কার কাজ বাকি রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হল খুললেও থাকছে না গণরুম। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীকে ফ্লোরে ঘুমাতে দেয়া হবে না। সবার জন্য বরাদ্ধ হয়েছে একটি করে খাট। বিষয়টি যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য হলের বৈধ ছাত্র ছাড়া আর কাউকে আবাসিক হলে থাকতে দেয়া হবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির জানান, আবাসিক হল খোলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বিভিন্ন হেলের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। শিক্ষার্থীদের মানসিকভাবে সুন্দর পরিবেশ দিতেই আমাদের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। দীর্ঘ প্রায় ১৮ মাস পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকা হলগুলো খুলতে যাচ্ছে।

ওডি/নিমি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড