• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবি ভর্তি পরীক্ষা: সম্ভাব্য তারিখ নির্ধারণে সভা কাল

  শিক্ষা ডেস্ক

১৯ অক্টোবর ২০২০, ১১:৪৫
ঢাবি
ঢাবির ভর্তি পরীক্ষা: সম্ভাব্য তারিখ নির্ধারণে সভা কাল (ছবি : সম্পাদিত)

মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবের মাঝে বদলে যাচ্ছে দেশের শিক্ষা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ডিজিটাল মাধ্যমে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এমতাবস্থায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে নেওয়ার চিন্তাও ছিল। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ দিকে, পরীক্ষার মাধ্যমেই স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

রবিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষায় না যাওয়ার বিষয়ে মত দিয়েছেন বিভিন্ন অনুষদের ডিনরা।

অন্যদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ডিনস কমিটির আরেকটি সভা রয়েছে। ওই সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, আগামী ২০ তারিখে আমরা ডিনস কমিটির একটি এক্সক্লুসিভ মিটিং ডেকেছি। সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ওই মিটিংয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

জানা যায়, চলতি বছর পাবলিক ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণে গত শনিবার (১৭ অক্টোবর) উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’ এক ভার্চুয়াল মিটিংয়ে বসে। সেখানে পরীক্ষার মাধ্যমেই স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। তবে করোনার কারণে অধিকাংশ উপাচার্যই অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে মত দেন।

সেক্ষেত্রে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ নূরের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহারের প্রস্তাব এসেছে। বৈঠকে এ প্রস্তাবে সবাই প্রশংসা করেছেন। এখন এই প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদন দিলে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে অনলাইনেই পরীক্ষা নেওয়া হবে।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে, ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বলে একাধিক সূত্রে জানা গেছে। উপাচার্য পরিষদের বৈঠকের পর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কোন প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেবে সেটি নিয়ে আমরা বসবো। চলতি সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও উপাচার্য জানান।

এ দিকে, রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ডিনস কমিটির বৈঠকে পরীক্ষার মাধ্যমেই স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত হলেও অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় না যাওয়ার বিষয়ে মত দিয়েছেন উপস্থিত ডিনরা। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে ফের বসেছে ডিনস কমিটির সভা।

এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেবে এটা নিশ্চিত। তবে কিভাবে এ পরীক্ষা নেবে সে বিষয়ে মঙ্গলবারে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন : কুবির বিজনেস স্টাডিজ অনুষদে কম্পিউটার ল্যাব উদ্বোধন

তিনি বলেন, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্ভাবিত সফটওয়্যারে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত সময়ে নেওয়া পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির আশ্রয় নেওয়ার মতো নেতিবাচক ঘটনাও ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এক মার্কের জন্য শিক্ষার্থীদের পজিশন যেখানে অনেক দূরে চলে যায়, সেই রকম একটি সেন্সিসিটিভ পরীক্ষা অনলাইনে নিবে কিনা সে বিষয়ে চূড়ান্ত করবে মঙ্গলবারের সভা।

দুই ঘণ্টাব্যাপী ডিনস কমিটির ওই সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড