• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জ্বর হলেই কী করোনার বিষাক্ত ছোবল?

  স্বাস্থ্য ডেস্ক

০৫ মে ২০২০, ২০:৩৮
করোনা ভাইরাস
জ্বর হলেই কী করোনার বিষাক্ত ছোবল? (ছবি : সংগৃহীত)

সময়ের সঙ্গে মহামারি হয়ে গর্জে ওঠা নোভেল করোনা ভাইরাস রীতিমতো তাণ্ডব চালাচ্ছে পুরো বিশ্বে। নিত্যদিন প্রাণঘাতী এই ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সম্প্রতি এই ভাইরাস হানা দিয়েছে বাংলাদেশেও। এরই মধ্যে এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে প্রাণ খুইয়েছেন ১৮৩ জন। আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছুঁইছুঁই।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের প্রধান উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যার মতো কিছু লক্ষণ। এ ক্ষেত্রে অনেকেরই মাঝেমধ্যে সাধারণ জ্বর হয়ে থাকে। বিশেষ করে আবহাওয়া বদলের সময় জ্বর বেশি হয়। তবে মহামারি করোনার উপসর্গ যখন জ্বর দিয়েই শুরু হয়, তাই এই সময়ে জ্বর হলে অবশ্যই গুরুত্বসহ ভাবতে হবে।

শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রাকেই আমরা জ্বর বলি। বিশেষজ্ঞরা বলেন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৯৮.৮৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর বেশি হলেই আমরা জ্বরে আক্রান্ত হতে পারি। তাহলে কীভাবে বুঝবেন জ্বর হলেই করোনার বিষাক্ত ছোবলের ঝুঁকি রয়েছে?

এ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা কিছু পরামর্শ দিয়েছেন-

* তাপমাত্রা ১০০.৮ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে।

* যদি শ্বাসকষ্ট হয়।

* শুকনো কাশি।

* জ্বরের সঙ্গে খিচুনি হলে।

* দ্রুতগতির হৃৎস্পন্দন হলে।

* চামড়ায় লালচে দাগ দেখা দিলে।

* মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা থাকলে।

আরও পড়ুন : মহামারির সময়ে শ্বাসপ্রশ্বাসে সমস্যা? সাবধান থাকুন এসব বিষয়ে

তাই জ্বরের সঠিক কারণ জেনে তবেই বিশেষজ্ঞের পরামর্শমতো চিকিৎসা নিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড