• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোলাইমানি হত্যার ব্যাখ্যায় ফের মিথ্যাচার ট্রাম্পের

  আন্তর্জাতিক ডেস্ক

১১ জানুয়ারি ২০২০, ০৯:৫৮
ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

ইরাকের বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ব্যাখ্যা দিতে গিয়ে ফের মিথ্যাচার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইতে গিয়ে ট্রাম্প বলেছেন, জেনারেল সোলাইমানি ইরাকে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে হামলার পরিকল্পনা করছিলেন।

শুক্রবার (১০ জানুয়ারি) মার্কিন গণমাধ্যম ‘ফক্স নিউজকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে ইরাকের বাগদাদস্থ মার্কিন দূতাবাসে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন জেনারেল সোলাইমানি। তার ইরাক সফরও সেই পরিকল্পনারই অংশ ছিল।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। এই হামলা চালানো হয় ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। মার্কিন সেনাদের এই হামলায় সোলাইমানিসহ মোট দশজন নিহত হন।

আরও পড়ুন- সেদিন আরেক ইরানি জেনারেলকে হত্যায় মিশন চালিয়েছিল মার্কিনিরা

এই ঘটনার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে নিজের অপরাধ ঢাকতে মরিয়া ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, শুধু বাগদাদ নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালাতে চেয়েছিল ইরান। আর সেই হামলার পরিকল্পনা করা হচ্ছিল সোলাইমানির নেতৃত্বে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড