• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন হাসপাতাল : ভুয়া ডাক্তারকে দণ্ড 

  নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০০
ভুয়া ডাক্তার
র‌্যাবের অভিযানে আটক ভুয়া ডাক্তার ফাহমিদা আলমকে (২৫) গ্রেফতার করা হয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন প্রাইভেট হাসপাতালে র‌্যাবের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত এক ভুয়া ডাক্তারের ৬ মাসের সাজা ও হাসাপাতাল বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার র‌্যাব ১১ এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী পুল এলাকায় এম হোসেন জেনারেল হাসপাতালে' ভুয়া ডাক্তার ফাহমিদা আলমকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

ফাহমিদা আলম দীর্ঘদিন নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে এই হাসপাতালে নিয়মিত চিকিৎসা দিয়ে আসছেন।

ডা. ফাহমিদা আলম এমবিবিএস, পিজিটি (গাইনী এন্ড অবস), এমসিএইচ (ডি এস এইচ) সিএমইউ, ডিএমইউ মেডিসিন গাইনি ও শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ ও সনোলজিস্ট হিসেবে প্রেসক্রিপশন ফরমে উল্লেখ করেছেন।

র‌্যাব, নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার সনদ দেখতে চাইলে কোনো সনদ দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে জানা যায় ম্যাটস থেকে একটি ডিপ্লোমা কোর্স করা ফাহমিদা আলম হাসপাতালে আলট্রাসনোর টেকনিশিয়ান হিসেবে চাকুরি নেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও ফাহমিদা পরষ্পর যোগসাজসে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখা শুরু করে। এভাবে রোগীদের সাথে সেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া এম হোসেন জেনারেল হাসপাতাল বন্ধ করে দেয়া হয়।

ওডি/ এজেড

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড